
সময়ের কণ্ঠস্বর – টার্গেট কিলিং এবং জঙ্গি দমনের লক্ষ্যেই সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শুক্রবার সকালে ধানমন্ডির নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চলমান সাঁড়াশি অভিযানে গত সাত দিনে ১৩ হাজারেরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। ঈদ সামনে রেখে এ ধরনের অভিযান সাধারণ মানুষের মাঝে স্বস্তি এনেছে।
তিনি বলেন, টার্গেট কিলিং ও জঙ্গিবাদ দমনেই সারাদেশে বিশেষ অভিযান চালানো হয়েছে। এ অভিযানে কোনো ধরনের পুলিশি গ্রেফতার বাণিজ্য হয়নি।
অভিযানে উদ্দেশ্যমূলকভাবে কাউকেই গ্রেফতার করা হয়নি দাবি করে অভিযানকে ‘নিয়মিত অভিযান’ বলেও উল্লেখ করেন তিনি।