

মেহেদী হাসান, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা বিএনপির নেতাকর্মীদের পুলিশি বাঁধার কারণে বিক্ষোভ কর্মসূচি পন্ড হয়ে গেছে। শনিবার সকাল ১১টার দিকে শহরের শহীদ আলাউল ইসলাম সড়কের বিএনপি কার্যালয়ের সামনে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে। পুলিশ মিছিলকারীদের চারদিক থেকে ঘিরে ফেলে। এ সময় বিএনপির সিনিয়র নেতারা পুলিশের সাথে কথা বলে মিছিল করার অনুমতি চেয়েও ব্যর্থ হয়।
পরে পুলিশি বেস্টনির মধ্যেই চুয়াডাঙ্গা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মালিক মজুর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, জেলা শ্রমিক দলের সভাপতি এম জেনারেল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. শামীম রেজা ডালিম, পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম রতন ও জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনজুরুল জাহিদ।
বক্তারা দেশব্যাপি জঙ্গী বিরোধী অভিযানের নামে বিএনপির নেতাকর্মিদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
হৃদয়/এসএস