

এম এ সাইদ খোকন, বরগুনা প্রতিনিধি:
বরগুনার আমতলীতে আজ রবিবার উপজেলা কমিনিউটি পুলিশের উদ্যোগে আমতলী থানার আয়োজনে উপজেলার সকল ধর্মীয় প্রতিষ্ঠানের রক্ষনাবেক্ষন কারীদের নিয়ে সন্ত্রাস ও জঙ্গী নির্মূলে মতবিনিময় সভা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পূলক চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বরগুনার সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী আব্দুল কাইয়ূম। বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস-চেয়াম্যান মোঃ মজিবুর রহমান, আরপাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান একে এম নুরুল হক তালুকদার, উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি এ্যাডঃ হরিহর চন্দ্র দাস, কমিনিউটি পুলিশের উপজেলা সভাপতি সহকারী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম তালুকদার, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সমন্বয়কারী অশোক মজুমদার, ওলামা লীগের সভাপতি মাওঃ মোঃ আলাউদ্দিন সহ বিভিন্ন মাদ্রাসা, মসজিদ ও মন্দিরের প্রধানরা বক্তব্য রাখেন।