

সময়ের কণ্ঠস্বর ডেস্ক – নিলামে উঠছে বিশ্বের সবচেয়ে বড় হিরকখণ্ড। সোমবার লন্ডনে এ নিলাম অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
গতবছর বতসোয়ানার এক খনিতে এটি পাওয়া যায়। এক হাজার ১০৯ ক্যারাটের এই হীরকখণ্ডটি আকারে একটি টেনিস বলের সমান।
বিশ্বে এতবড় হীরকখণ্ড এর আগে কখনো নিলামে তোলা হয়নি।
নিলামে এটির দাম সাত কোটি ডলার ( প্রায় ৫৬০ কোটি টাকা) পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিলামে বিক্রির অর্থ থেকে ষাট শতাংশ পাবে বতসোয়ানার সরকার।
বিশ্বে এর আগে পর্যন্ত সবচেয়ে বড় হিরকখণ্ড যেটি ছিল, সেটি পাওয়া যায় ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকার এক খনিতে। সেটিকে অবশ্য কেটে নয়টি খণ্ডে ভাগ করা হয়।
এর মধ্যে সবচেয়ে বড় খণ্ডটির নাম ‘গ্রেট স্টার অব আফ্রিকা’, যেটি এখন শোভা পাচ্ছে টাওয়ার অব লন্ডনে রক্ষিত রাণির রাজদণ্ডে।