
মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে: স্বজনদের সাথে ঈদ উল ফিতর পালন করা হলনা। নবীগঞ্জ শহরে মোটর সাইকেল দুর্ঘটনায় লন্ডন প্রবাসী নূরুল হক (৪৫) মারা গেছেন। সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার রাত ১২টায় তিনি মারা যান। তার সঙ্গীয় আহত নাঈম সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার বাউশা গ্রামের লন্ডন প্রবাসী নূরুল হক গত মঙ্গলবার বিকাল ৪টার দিকে মোটর সাইকেল যোগে নবীগঞ্জ শহরের বাসার উদ্দেশ্যে রওয়ানা দেন। আসার পথে নবীগঞ্জ শহরে একটি রিক্সার সাথে তাদের যাত্রীবাহী মোটর সাইকেলের ধাক্কা লাগে। এতে লন্ডন প্রবাসী নূরুল হক ও তার সঙ্গী চালক নাঈম গুরুতর আহত হন।
সাথে সাথেই তাদের উদ্ধার করে প্রথমেই নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নূরুল হক মারা যান। আহত নাঈমের অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে। উল্লেখ্য, লন্ডন প্রবাসী নূরুল হক স্বজনদের সাথে পবিত্র ঈদ উল ফিতর পালন করতে সম্প্রতি দেশে আসেন।