
এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃঞ্চপুর ইউনিয়নের হাতিশালা-ভাগজোত সড়কের পাশে খালের উপর ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ রাস্তায় কমবেশী ১৫ মিটার সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় ১৬ লাখ টাকা ব্যয়ে ২০ ফুট দৈর্ঘ্যের একটি ব্রিজ নির্মিত হচ্ছে।
এলাকাবাসী জানিয়েছে, ব্রিজটি কি কারনে এবং কার জন্য তৈরী হচ্ছে তা তারা জানেন না। গ্রামবাসী জানায়, ৩‘শ গজ দক্ষিণে ১৫/২০ টি পরিবার কষ্ট করে যাতায়াত করলেও সেখানে ব্রিজটি নির্মাণ করা হয়নি। অথচ সরেজমিনে বীজের অপর অংশে পাট ক্ষেত ছাড়া কোন স্থাপনার চিন্থ চোখে পড়েনি।
স্থানীয়রা জানায়, রেজাউল নামে এক ভুঁই ফোড় নেতা কোন একদিন সেখানে বাড়ি করতে পারেন! তাই পিআইও সাহেব আগে থেকেই ব্রিজটি করে দিচ্ছেন। এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান জানান, মাঠের ফসল ও পাট ক্ষেতে যাবার জন্যই ব্রিজটির নির্মাণের প্রয়োজন আছে।