

আন্তর্জাতিক ডেস্কঃ
ইয়েমেনের সেনা ও জনপ্রিয় আনসারুল্লাহ কমিটির যোদ্ধাদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে সৌদি সমর্থিত ভাড়াটে সন্ত্রাসী গোষ্ঠীর এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছে। ইয়েমেনের মা’রিব প্রদেশে এ সংঘর্ষ হয়।
ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশনের খবর অনুযায়ী, ইয়েমেনের সেনারা মঙ্গলবার সন্ধ্যায় কাসেম আস-সালাফি ও তার গ্রুপের কয়েকজনকে হত্যা করে। ইয়েমেনের সৌদিপন্থি গণমাধ্যমও এ খবর নিশ্চিত করেছে। নিহত কাসেম সালাফি সৌদি সমর্থিত ভাড়াটে সন্ত্রাসী গোষ্ঠী আল-ফোরসানের সঙ্গে সম্পর্কযুক্ত ছিল।
২০১৫ সালে কথিত ন্যাশনাল আর্মি প্রতিষ্ঠার ক্ষেত্রে যে কয়জন শীর্ষ সন্ত্রাসী কমান্ডার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কাসেম সালাফি তার মধ্যে অন্যতম। মা’রিব প্রদেশে ইয়েমেনের সেনাদের সঙ্গে যে লড়াই চলে আসছে তাতে নেতৃত্ব দিত কাসেম সালাফি।
এদিকে, সৌদি আরব ইয়েমেনের বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলা অব্যাহত রেখেছে। জাতিসংঘের মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে বুধবার রাজধানী সানা ও সা’দা প্রদেশে কয়েকদফা বিমান চালিয়েছে সৌদি আরব।