
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-ইকরাম আঞ্চলিক সড়কে সড়ক দুর্ঘটনায় রুমা রাণী দাস (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও অন্তত ১০ জন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুমা রাণী দাস বানিয়াচং উপজেলার ১৪ নম্বর মুরাদপুর ইউনিয়নের গানপুর গ্রামের শিশির মোহন দাসের স্ত্রী। গুরুতর আহত অবস্থায় ২ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্যদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ইকরামগামী একটি চান্দেরগাড়ী কাবিলপুর নামক স্থানে পৌঁছলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। পরে তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত ডাক্তার রুমা রাণী দাসকে মৃত ঘোষণা করেন। এছাড়াও আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।