
আন্তর্জাতিক ডেস্কঃ
ফিলস্তিনের পশ্চিম তীরের আল-খলিল শহরে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইহুদিবাদী ইসরাইলের সেনারা। অবৈধ বসতি স্থাপনকারী দুই ইহুদিকে কথিত ছুরি মারার অভিযোগে তাকে গুলি করা হয়।
ইসরাইলি সেনারা দাবি করছে, ছুরির আঘাতে আহত একজনের অবস্থা আশংকাজন এবং একজন সামান্য আহত হয়েছে। কিরাইয়াত আরব বসতিপল্লীতে এ দুজনকে ছুরি মারা হয় বলে দাবি ইসরাইলি সেনাদের। তবে মেডিক্যাল সূত্র থেকে বলা হচ্ছে- গুলি করার আগে ইসরাইলি সেনারা ছুরি মারার অজুহাত তুলেছে মাত্র।
গত কয়েক মাস ধরে ইসরাইলি সেনারা ফিলিস্তিনের পশ্চিম তীরে গুলি করে হত্যার নীতি বাস্তবায়ন করে চলেছে। এ ক্ষেত্রে ফিলিস্তিনিদের বিরুদ্ধে অনেকটা মুখস্থ অভিযোগ আনা হচ্ছে যে, তারা ছুরি মেরে ইসরাইলি নাগরিক হত্যার চেষ্টা করেছে। এই নীতির আওতায় ইহুদি সেনারা ফিলিস্তিনের নারী ও তরুণীদেরকেও হত্যা করছে। এর বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে নিন্দা এবং সমালোচনার ঝড় বইছে। তবে সবকিছুকেই বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে ইসরাইল।