
নোয়াখালী প্রতিনিধিঃ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় তিনজন গুলিবিদ্ধসহ উভয়পক্ষের ১০জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুন) রাত সাড়ে ৮টার দিকে রাজগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় রাজগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতারের অনুষ্ঠান শেষে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রলীগ নেতা সৈকত ও মোহাম্মদ আলীর লোকজন বাজারে আসলে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
পরে উভয় পক্ষের লোকজন এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে ছাত্রলীগ কর্মী সবুজ, মতিন ও বাবুল গুলিবিদ্ধ’সহ উভয় পক্ষের অন্তত ১০জন আহত হন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় সবুজকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সাজিদ জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।