
বিনোদন ডেস্ক: রোমান্টিক কমেডি নাটক ‘লাভলী ও লাভলুর লাভ স্টোরি’-তে দেখা যাবে মোশাররফ করিম ও তিশা জুটিকে। লাভলু বাংলা সিনেমার পাগল। তার ধ্যান জ্ঞ্যান সব বংলা সিনেমা । আয় রোজগার বলতে সে সিনেমার টিকেট ব্ল্যাক করে। সেই সাথে নিজের একটা চায়ের দোকানও আছে।
এদিকে লাভলী একজন গার্মেন্টস কর্মী। অদম্য পরিশ্রমী, সাহসী লাভলীর জন্য অনেকেই পাগল। একদিন হলে সিনেমা দেখা হয় লাভলুর সাথে। এরপর থেকে লাভলু স্পেশাল টিকেট রেখে দেয় লাভলীর জন্য। অতঃপর প্রেমে পড়ে যায় লাভলু। কিন্তু বিপত্তি ঘটে যখন লাভলীর উপর চোখ পরে এলাকার প্রভাবশালী শ্রমিক নেতা সোয়েবের।
এরপর নানা মজার সব নাটকীয়তার মধ্য দিয়ে গল্পের কাহিনী এগিয়ে চলে। লাভলী ও লাভলুর লাভ স্টোরি। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। এতে লাভলু এবং লাভলীর চরিত্র রূপায়ন করেছেন মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, চাষী আলমসহ আরও অনেকে।
নাটকটি আরটিভিতে প্রচারিত হবে ঈদের ৬ষ্ঠ দিন রাত ৮টা ৪০ মিনিটে।