
নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নওগাঁর সাপাহারে শেষ মূহুর্তে জমে উঠেছে ঈদের বাজার। ঈদকে সামনে রেখে বিশেষ করে ছেলে-মেয়েদের পোষাকের পাশাপাশি প্রয়োজনীয় জিনিসপত্র কেনা কাটাতে ব্যাস্ত হয়ে পড়েছে সকল স্তরের মানুষ।
প্রতিদিন সকাল থেকেই সদরের লাবনী সুপার মার্কেট, নিউ মার্কেট, চৌধুরী মার্কেট, সাধারণ খেটে খাওয়া মানুষের জনতা মার্কেট সেই সাথে কসমেটিক পট্টিতেও ক্রেতাদের উপচে পড়া ভীড় লক্ষ করা গেছে। শুধু তাই নয় অন্যান্য বছরের তুলনায় এবার ফুটপাতের দোকান গুলোতেও বেশ ভীড় লক্ষ্য করা গেছে। আর এ ঈদকে সামনে রেখে বিক্রেতারাও নতুন নতুন সমাহারে সাজিয়েছে নিজের ব্যাবসা প্রতিষ্ঠান। বাহারি পোশাক ও নানা ধরণের মন মাতানো পোশাকের পসরা সাজিয়ে ক্রেতাদের আকৃষ্ট করছে বিক্রেতারা। তবে তরুণী ও যুবতীরা বেশির ভাগ কিনছেন কিরণ মালা থ্রি-পিস, লেহেঙ্গা, বাজার্ট থ্রি-পিস, নির্ঝর থ্রি -পিস, পাখী থ্রি-পিস, কিরণ মালা, তুমি আসবে বলে এসবে বেশি আকৃষ্ট হয়ে পড়েছে কোমলমতী তরুণীরা। গৃহিনীদের পছন্দের তালিকায় এসেছে জামদানী, কাতান, বেনারশী, টাঙ্গাইল ও বাটিক ফ্যশনের নানা ডিজাইনের শাড়ী। বড়দের পাশাপাশি ছোট বাচ্চাদের জন্যও পাওয়া যাচ্ছে নানা রকমারী পাঞ্জাবী, জিন্স প্যান্ট- টি শার্ট, ফতুয়া ইত্যাদি।
বর্তমানে যদিও বাজার মুল্য অন্যন্য বছরের তুলনায় একটু বেশি তারপরও সকল ধরণের ক্রেতারা সাধ্যানুযায়ী ক্রয় করছেন নিজের পছন্দের জিনিসটি।