

সময়ের কণ্ঠস্বর- রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে মসজিদ গলি এলাকা থেকে ছাত্রদলের পাঁচ কর্মীকে আটক করেছে পল্টন থানা পুলিশ।
শুক্রবার সোয়া ১২টার দিকে তাদের আটক করা হয়। পল্টন থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কি কারণে তাদের আটক করা হয়েছে তা জানাননি তিনি।
এর আগে ছাত্রদলের প্রাক্তন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে কারাগারে পাঠানোর প্রতিবাদে সেখানে মিছিল করে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল। মিছিলের পর পরই ছাত্রদলের ওই পাঁচ কর্মীকে আটক করা হয়।