

মেহেদী হাসান, চুয়াডাঙ্গা প্রতিনিধি
অবশেষে দামুড়হুদার দর্শনা দোয়েল ইটভাটার পুকুরে ভাসমান অজ্ঞাত ব্যক্তির লাশের পরিচয় মিলেছে বলে নিহতের পারিবারিক ভাবে সাংবাদিকদের জানানো হয়েছে।
পুলিশ জানায়, গত ২৩ জুন ইটভাটা পুকুরে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে ৩ দিন লাশটি রাখার পরও যখন খোজখবর না পাওয়া গেলে চুয়াডাঙ্গা জান্নাতুল মাওয়া কবরস্থানে অজ্ঞাত হিসাবে দাফন করা হয়।
এদিকে, পত্রিকায় প্রকাশিত সংবাদ ও ছবি দেখে সদর থানার উজলপুর গ্রামের ফকির মোহাম্মদ ওসমান আলী জানান, লাশটি তার ছেলে মোজাম আলী (৩৫) এর।
দামুড়হুদা থানা ওসি আবু জিহাদ মোঃ ফকরুল ইসলাম জানান, পারিবারিক ভাবে আমাদের কাছে অভিযোগ করা হয়েছে।