

সময়ের কণ্ঠস্বর – ঢাকার গুলশানে একটি রেস্তোরাঁয় বন্দুকধারীদের হামলার ঘটনায় কারা জড়িত তা এখনো জানা যায়নি। কী উদ্দেশে তারা এই ঘটনা ঘটিয়েছে সে সম্পর্কে এখনো তথ্য মেলেনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে ।
প্রসঙ্গত, আজ শুক্রবার রাতে রাজধানীর গুলশানের ৭৯ নম্বর সড়কে রুট রিভলস নামে একটি রেস্টুরেন্টের ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। পরে পুলিশও পাল্টা গুলি চালায়। এ ঘটনায় বনানী থানার ওসি সালাউদ্দিন নিহত হয়েছেন। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওই মুখপাত্র জিম্মি পরিস্থিতিকে এখনো পরিবর্তনশীল বলে উল্লেখ করেছেন। এদিকে, এ ঘটনার পর ঢাকায় মার্কিন দূতাবাস থেকে তাদের সকল কর্মীদের নিরাপদে থাকতে বলা হয়েছে ।