
সময়ের কণ্ঠস্বর – আন্তর্জাতিক গণ মাধ্যমে গুলশানের সন্ত্রাসী ঘটনায় আই এস জড়িত থাকার খবর প্রকাশ করেছে আল জাজিরা ও রয়টার্স ।
গুলশানে হলি আর্টিজান বেকারিতে জিম্মি হয়ে পড়াদের মধ্যে আনুমানিক ২০ জন বিদেশি রয়েছেন ।
র্যাবের মহা পরিচালক বেঞ্জিরের বরাত দিয়ে জানিয়েছে যে র্যাব জিম্মিদের উদ্ধারের চেষ্টা করছেন । শান্তি পূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রন করার চেষ্টা করছেন । সবাইকে আতংক না ছড়ানোর কথা বলেছেন ।
সুমন নিজে ও আর্টিজানের আরেকজন কর্মী (ইতালির নাগরিক) দোতলার ছাদ থেকে লাফিয়ে বাইরে আসতে সক্ষম হন।
সুমন বলেন, ‘আমি ছাদে ছিলাম। ওরা যখন বোমা মারতে ছিল, তখন বিল্ডিং কাঁপতে ছিল। ওরা ১০-১২টা বোমা মারছে। মারতেই আছে, মারতেই আছে। ওরা সামনের দিকে স্টেপ নিচ্ছিল মনে হচ্ছিল। তখন ছাদ থেকে লাফ দেই।’
সুমন রেজা বলেন, ‘ভেতরে থাকা আমাদের কর্মীরা ফোন ধরতেছে না। আমাদের স্টাফদের মধ্যেও দুজন বিদেশি। আর্জেন্টাইন কর্মীর কোনো খোঁজ নেই।’
রাত পৌনে নয়টার দিকে আট থেকে ১০ জন যুবক অতর্কিতে আর্টিজানে ঢুকে পড়ে। তাদের একজনের হাতে ছিল তলোয়ার, বাকিদের কাছে আগ্নেয়াস্ত্র। ঢুকেই তারা কয়েকটি ফাঁকা গুলি করে এবং আল্লাহু আকবর বলে চিৎকার করে ।