
সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার সদর উপজেলার কালেরডাঙ্গা গ্রামের আবদুল মাজেদের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা এ সময় বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকারসহ দশ লাখ টাকার সম্পদ লুট করে নিয়ে যায়।
আবদুল মাজেদ কালের ডাঙ্গা গ্রামের মৃত আনারউদ্দীন সরদারের ছেলে। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করেছে।
পুলিশ সুত্রে জানা যায় শনিবার ভোরে সেহরি খাওয়ার আগে উঠোনের টিউব অয়েলে মুখ ধুতে যান বাড়ির মালিক সাতক্ষীরা সাব রেজিস্ট্রি অফিস কেরানি আবদুল মাজেদ। এ সময় ১০-১২ জনের একদল ডাকাত তাকে জিম্মি করে ফেলে। পরে তারা ঘরে ঢুকে বাড়ির লোকজনকে মারধর করে বেঁধে ফেলে। এ সময় আলমারি খুলে ১৮ ভরি স্বর্ণালংকার ও নগদ দুই লাখ টাকা লুট করে পালিয়ে যায় ডাকাতরা।
ওসি আরো জানান, তিনি নিজে ঘটনাস্থলে আছেন। ডাকাতদের আটকের জন্য অভিযান শুরু করা হয়েছে। ইতিমধ্যে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।