
সময়ের কণ্ঠস্বরঃ রাজধানীর গুলশানে হলি আর্টিজেন রেস্টুরেন্টে জিম্মি উদ্ধার অভিযানের ব্যাপারে আজ শনিবার বিকেলে সংবাদ সম্মেলন করবে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আজ সকালে আইএসপিআর-এর পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিভিন্ন প্রতিষ্ঠানের নিজ নিজ পরিচয়পত্র দেখিয়ে ঢাকা সেনানিবাসের আর্মি এমপি ইউনিটের প্রবেশ পথ দিয়ে অনুষ্ঠানস্থলে যেতে পারবেন সংবাদমাধ্যম কর্মীরা। তবে জরুরি প্রয়োজনে সংবাদ সম্মেলনের সময় পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আইএসপিআর।
হলি আর্টিজেন রেস্টুরেন্টে জিম্মি উদ্ধার অভিযানের প্রেস ব্রিফিং ঢাকা সেনানিবাসের সেনাসদরে বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে কিভাবে উদ্ধার অভিযান চালানো হয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ কি এসব ব্যাপারে জানানো হবে।