
আরাফাতুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার উত্তর কাস্ট সাগরা গ্রামের শ্রী শ্রী রাধামদন গোপাল মঠ মন্দিরের সেবায়েত শ্যামানন্দ দাস ওরফে বাবাজি হত্যার ঘটনায় সদর থানায় মামলা দায়ের হয়েছে।
ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান সময়ের কণ্ঠস্বরকে জানান, মন্দিরের সেবায়েত হত্যার ঘটনায় মন্দিরের সভাপতি সুবলচন্দ্র বাদী হয়ে অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। তবে এখনও পর্যন্ত কোনো আসামি ধরা পড়েনি। অপরাধীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে।
প্রসঙ্গত, শুক্রবার ভোর ৬টার দিকে ৩ জন দুর্বৃত্ত মোটর সাইকেল যোগে এসে মন্দিরের সেবায়েত শ্যামানন্দ দাস ওরফে বাবাজিকে শ্রী শ্রী রাধা মদন গোপাল মঠ মন্দিরের সামনে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। তিনি প্রায় ৪ বছর যাবৎ এ মন্দিরের সেবায়েত হিসাবে কর্মরত ছিলেন।