
আন্তর্জাতিক ডেস্ক: চীনের তিয়ানজিন শহরে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে ২৬ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও চারজন।
শনিবার (০২ জুলাই) এ তথ্য জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
খবরে বলা হয়, শুক্রবার (০১ জুলাই) দিবাগত রাতে দুর্ঘটনাটি ঘটে। এ সময় বাসটিতে অন্তত ৩০ জন যাত্রী ছিলেন। তিয়ানজিন শহর থেকে জিসিয়ান যাওয়ার পথে বাসটির চাকা বিস্ফোরিত হলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে স্থানীয় উদ্ধার কর্মীরা চারজনকে জীবিত উদ্ধার করে।
উল্লেখ্য যে, বাসটি তিয়ানজিন থেকে বেইজিং এর উদ্দেশ্যে যাত্রা করেছিল।