
নোয়াখালী: সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নে মোটরসাইকেল ধাক্কায় রাশেদ (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুই মোটরসাইকেল আরোহী।
শুক্রবার রাত ৯টার দিকে মাহুতলা গ্রামের চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাশেদ ওই গ্রামের মসজিদ মিয়া বাড়ির দেলোয়ার মিয়ার ছেলে। সে থানারহাট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।
আহতরা হলেন- একই গ্রামের আরব আলী মাস্টার বাড়ির কুতুব উদ্দিনের ছেলে মামুন ও দুলিয়াপাড়া গ্রামের মোল্লা বাড়ির কানু মিয়ার ছেলে সাহাব উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে রাশেদ থানারহাট বাজার থেকে বাইসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে বিপরীতদিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে রাশেদের মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় মোটরসাইকেলে থাকা মামুন ও সাহাব উদ্দিন আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।