
আশরাফুল ইসলাম রনি, তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নান নগরের ৮নং ব্রিজের কাছে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৭ জন।
আজ শনিবার ভোরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশের মান্নাননগরে ৮নং ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন – চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরমোহনপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে নুরুল ইসলাম (১৮) ও একই জেলার বাতচর গামের শোয়েবুর রহমানের ছেলে জামাল (৩৫)।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক রাজিব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে সময়ের কণ্ঠস্বরকে জানান, ফেনী থেকে ছেড়ে আসা চাপাইনবাবগঞ্জ এলাকার রাজমিস্ত্রীরা কাজ শেষে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ওই স্থানে পৌছালে ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের ডান পাশের খাদে পড়ে যায়। এ সময় ২ জন নিহত হয় ও আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। লাশ উদ্ধারের পর পরিবারের লোকের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।