
সময়ের কণ্ঠস্বর ডেস্ক-
শুক্রবার রাতে একদল বন্দুকধারী রাজধানীর কূটনীতিকপাড়ার হলি আর্টিজেন বেকারিতে ঢুকে বিদেশিসহ বেশ কয়েকজনকে জিম্মি করে। সকালে কমান্ডো অভিযানে মুক্ত হন তাদের অনেকে।
আজ শনিবার দুপুরে সেনাবাহিনীরসংবাদ সম্মেলনে জানানো হয় অভিযানে ২০ জনের মৃতদেহ উদ্ধার করেছেন তারা। মৃতদের সবাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
এদিকে, গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় নিহতদের ছবি প্রকাশ করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস। এসব ছবি শুক্রবার রাত পৌনে ৯টায় রেস্টুরেন্টে হামলায় নিহত বিদেশিদের বলে আইএস তাদের সংবাদমাধ্যম ‘আমাক’ এ দাবি করেছে।
আইএস অবশ্য আগেই এ হামলার দায়িত্ব স্বীকার করে। তারা জানিয়েছে, হামলায় ২৪ জনকে হত্যা করেছে তারা। প্রকাশিত ছবিতে দেখা যায়, মেঝেতে বেশ কয়েকজন বিদেশি নাগরিকের লাশ পড়ে আছে। পুরো মেঝে রক্তে ভরে আছে।
আইএসের দাবী হামলাকারীরা তাদের নিয়ন্ত্রিত তারাই হত্যার ছবি পাঠিয়েছে তাদের কাছে ।
পুলিশ জানিয়েছে, হামলায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সহকারী পরিচালক রবিউল ইসলাম ও বনানী থানার ওসি সালাউদ্দিন নিহত হয়েছেন। এ ছাড়া ৩০ পুলিশ সদস্য আহত হয়েছেন।
র্যাবের কন্ট্রোল রুমের এক কর্মকর্তা জানিয়েছেন, জিম্মি বিদেশিদের মধ্যে ইতালি, জাপানি ও ভারতের নাগরিক ছিলেন।