
কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোজাম্মেল হক (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার রাত নয়টায় উপজেলার কাশিনগর ইউনিয়নের জুগিরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোজাম্মেল একই গ্রামের মৃত মুন্সি সৈয়দ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোজাম্মেল হক শুক্রবার রাত নয়টায় নিজ ঘরে ফিরলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় ঘরে কেউ ছিল না। পাশের ঘরের লোকজন অবস্থা বুঝতে পেরে তাকে উদ্ধার করে। পরে মোজাম্মেলকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া পথে রাত সাড়ে নয়টায় তার মৃত্যু হয়। তিনি তিন ছেলে ও দুই মেয়ে সন্তানের জনক।