
জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরনগঞ্জ সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। তবে এঘটনায় কেউ আটক হয়নি।
৯’বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আবুল এহসান শনিবার দুপুর দেড়টায় জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে বেলা ১১ টার দিকে কিরণগঞ্জ বিওপি’র একটি টহল দল নায়েব সুবেদার মাহাবুবুর রহমানের নেতৃত্ত্বে সীমান্ত পিলার ১৭৮/২ এস এর নিকট ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কিরণগঞ্জ এলাকার একটি পাটক্ষেত হতে ১টি বিদেশী পিস্তল,২টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি মালিকবিহীন অবস্থায় উদ্ধার করে।
উদ্ধারকৃত আগেনায়াস্ত্র, ম্যাগজিন ও গুলির মূল্য ১ লক্ষ ২ হাজার টাকা। অধিনায়ক আরো জানান, উদ্ধারকৃত পিস্তল, ম্যাগাজিন ও এ্যামুনিশন শিবগঞ্জ থানায় জমা করে মামলা দায়ের করা হয়েছে।