মোঃ রুবেল ইসলাম, মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে ভয়াবহ অগ্নিকান্ডে ৬ টি দোকানঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। দিবাগত মধ্যরাতের দিকে শ্রীনগর উপজেলার হাষাড়া এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ দোকানের মালিকরা দাবী করেন।
শ্রীনগর থানার এস আই আলমগীর কবীর অগ্নিকান্ডের সত্যতা নিশ্চিত করেন। তিনি সময়ের কণ্ঠস্বরকে জানান, তাৎক্ষনিক ভাবে আগুন লাগার কারন জানা যায়নি। তবে পারভেজের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এক ঘন্টা পর শ্রীনগর ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনে।