গাজীপুর প্রতিনিধি: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে এবারই প্রথম এক হাজার রোবার স্কাউট যানজট নিরসনে ১৬টি পয়েন্টে স্বেচ্ছাসেবকের কাজ করছে। আজ শনিবার সকাল ৬টা থেকেই তারা বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে তাদের কাজ শুরু করেছে।
মন্ত্রী আজ শনিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড়ে যানজট পরিস্থিতি পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন। পরিদর্শনকালে তিনি রোভার স্কাউট সদস্যদের সাথে যানজট নিরসনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।
মন্ত্রী এ সময় আরো বলেন, চালকরা, পথচারীরা এবং যাত্রীরা একটু ধৈর্য্য ধরবেন। ভিআইপিরা যেন উল্টো রাস্তা ব্যবহার না করেন সেই অনুরোধও করছি। আমাদের যে প্রস্তুতি তাতে শুরুতে কোন যানজট হয়নি। আশা করছি শেষ পর্যন্ত সবই ভাল যাবে।
এছাড়া চন্দ্রা এলাকাটি এতই প্রসস্ত যেন ফোরলেন হয়ে গেছে। ফোরলেন হওয়ার আগেই ফোরলেন হয়ে গেছে। এবারের যাত্রা সূচনাতেই ভাল। জানিনা পরবর্তীতে কি হবে।
এ সময় মন্ত্রীর সাথে হাইওয়ে পুলিশের ডিআইজি মল্লিক ফখরুল ইসলাম, ঢাকা বিভাগীয় প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর সওজ এর নির্বাহী প্রকৌশলী নাহীন রেজা, উপ-বিভাগীয় প্রকৌশলী কেবিএম সাদ্দাম হোসাইন, কোনাবাড়ি হাইওয়ে থানার ওসি মোঃ আবু দাউদ মিয়াসহ সড়ক ও জনপথের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।