জাকির হোসেন পিংকু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নে আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত।
নিহত ব্যক্তি হচ্ছে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাররশিয়া হায়াতমোড় এলাকার মৃত আব্দুল বিলাত আলীর ছেলে মোঃ হোসেন আলী (৪০)। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শহর সংলগ্ন শেখ হাসিনা সেতু দিয়ে শহরে আসার সময় একই দিকে আসা একটি পাওয়া টিলার চাপা দেয় তাকে। এ সময় দিনমজুর হোসেন আলী গুরুতর আহত হয় এবং তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
সদর থানার উপ-পরিদর্শক বদরুল বিকেল ৫টায় দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে সময়ের কণ্ঠস্বরকে জানান, পাওয়ার টিলারটি আটক করা হয়েছে ও এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।