
স্পোর্টস ডেস্কঃ
গুলশানে হামলায় নিহতদের স্মরণে ও শ্রদ্ধায় ইউরোর কোয়ার্টার ফাইনালের খেলায় কালো আর্মব্যান্ড পড়ে মাঠে নামবে ইতালি। আজ শনিবার দিবাগত রাত ১টায় শুরু হওয়া ম্যাচে জার্মানির বিপক্ষে মাঠে নামবে আজ্জুরিরা।
ইতালিয়ান ফুটবল টিমের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে করা এক পোস্টে বলা হয়েছে, ঢাকা অ্যাটাকে নিহতদের স্মৃতিতে কালো আর্মব্যান্ড পড়ে মাঠে নামবে আজ্জুরিরা।
শুক্রবার রাতে গুলশানের ক্যাফে হলি আর্টিজানে হামলা চালায় জঙ্গিরা। তারা বেশ কয়েকজন বিদেশি নাগরিককে জিম্মি করে। ওই হামলায় মোট নিহতের সংখ্যা ২৮ জন। এর মধ্যে আজ শনিবার সকালে ২০ বিদেশির লাশ উদ্ধার করা হয়। কমান্ডো অভিযানে নিহত হয় ৬ জঙ্গি। এছাড়া গত রাতে জঙ্গিদের গুলি ও বোমার আঘাতে ২ পুলিশ কর্মকর্তা নিহত হন।