
আন্তর্জাতিক ডেস্ক- জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট প্রায় প্রতিদিনই বিশ্বের কোথাও না কোথাও হামলা চালিয়ে বেসামরিক লোকদের হত্যা করেছে। তাদের সর্বশেষ বড় ধরনের হামলায় ঢাকার গুলশানে নিরাপত্তা বাহিনীর দুই কর্মকর্তা এবং ২০ বিদেশি নিহত হয়েছে।
এর আগে তুরস্কের ইস্তাম্বুলে আতাতুর্ক বিমানবন্দরে আত্মঘাতী হামলায় অন্তত ৪৪ জনের মৃত্যুর জন্যও তাদের দায়ী করা হচ্ছে। এভাবে আইএস জঙ্গি এবং তাদের সমর্থকরা গত দুই বছরে অন্তত ১৫১৫ জনকে হত্যা করেছে।