
সময়ের কণ্ঠস্বর- রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুল্ক বিভাগের কর্মকর্তারা ১ হাজার ১৯৪ পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে। আটককৃত মাদক ব্যবসাযরি নাম ফরহাদুর রহমান (৩২)। সোমাবর সকালে তাকে আটক করে বিমানবন্দর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার জানান, সোমবার সকালে বিজি-০৩৫ ফ্লাইটে জেদ্দা যাচ্ছিলেন ফরহাদ। এর আগে তিনি এক বছরে ১৩ বার বিদেশ যান। এই সময়ে এতেবেশি বার বিদেশ যাওয়ায় সন্দেহ হয়।
এরপর তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হয়। ব্যাগের ভেতর লুকিয়ে রাখা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়। ইয়াবাগুলো তিনি বিদেশে নিয়ে যাচ্ছিলেন।