
সময়ের কণ্ঠস্বর ডেস্ক – We are XEROX Group. দেশের জনগনের কল্যাণে আমরা এগুচ্ছি। আমাদের মাধ্যমে যাতে দেশের নিরীহ জনগনের সহযোগিতা হয় সেই উদ্দেশ্যে আমাদের পথচলা।
আসন্ন ঈদে দেশের প্রতিটি জনগনের মাঝে যাতে ঈদের হাসি ফুটে উঠে সেই প্রত্যয় নিয়েই গত ০৩/০৭/২০১৬ আমরা অসহায় কিছু শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরন করেছি। আশা করি আমাদের XEROX Group এর পথচলা দেশের এবং জনগনের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবে। সাফল্যতার শীর্ষ পর্যন্ত XEROX Group এর স্বচ্ছতা, লক্ষ্য এবং একতা ঠিক থেকে সেই কামনা করি। সমাজের অন্যান্য ইয়াং জেনারেলকে,সমাজকে আমদের XEROX Group এ আহবান জানাচ্ছি আমাদের এই সমাজকল্যাণমূলক Group এ join করে সমাজের কল্যাণে নিজেকেও শামিল করতে ।