
সময়ের কণ্ঠস্বর – গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহিদুল হক।
সোমবার রাজারবাগে নিহত দুই পুলিশের স্মরণে শোক সভায় তিনি এসব কথা বলেন।
আইজি এ কে এম শহিদুল হক বলেন, ওই ঘটনা তদন্তে সরকারের বিভিন্ন সংস্থা কাজ শুরু করেছে। তারই অংশ হিসেবে দুইজনকে আটক করা হয়েছে। বর্তমানে তারা অসুস্থ। সুস্থ হলেই তাদের হেফাজতে নিয়ে জিজজ্ঞাসাবাদ করা হবে।
জঙ্গিবাদ নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে সম্ভব নয় উল্লেখ করে তিনি এজন্য দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মত দেন।
জিম্মিদের উদ্ধারে দেরি হয়নি উল্লেখ করে আইজিপি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের হামলা হয়েছে। তাদের ৪/৫ দিন কিংবা এর চেয়ে বেশি সময় লেগেছে জিম্মিদের উদ্ধার করতে। অথচ মাত্র ১২ ঘণ্টায় জিম্মিদের উদ্ধার করা হয়েছে। এক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিটি সদস্য আন্তরিকতকার সঙ্গে কাজ করেছে।
জঙ্গিদের ব্যাপারে প্রতিটি পরিবারের সচেতন থাকতে হবে। পরিবারের সন্তানটি কোথায় যাচ্ছে, সে নিখোঁজ কি না তা পুলিশকে জানাতে তিনি অনুরোধ করেন।