
স্পোর্টস আপডেট ডেস্ক: শেষ ধাপে ইউরো কাপ। কোয়ার্টার ফাইনাল শেষে এবার সেমিফাইনালের পালা। ফাইনালে জায়গা করে নেওয়ার জন্য লড়াই চালাবে চারটি দেশ। বৃহস্পতিবার (৭ জুলাই) রাতে প্রথম সেমিফাইনালে পর্তুগালের মুখোমুখি হবে এবারের ইউরোর সারপ্রাইজ প্যাকেজ ওয়েলস। এই ম্যাচের ইউএসপি হতে চলেছে বেল বনাম রোনাল্ডোর লড়াই। গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে ক্লাব ফুটবলের দুই সতীর্থ সামনা-সামনি লড়াইয়ে কেমন পারফর্ম করেন দেখার জন্য।
শুক্রবার রাতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি দুই হেভিওয়েট দল জার্মানি আর ফ্রান্স। ১০ জুলাই ইউরো কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। বারো বছর পর নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে ইউরো কাপ।