
সময়ের কণ্ঠস্বরঃ গুলশানে আর্টিসান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় নিহতদের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিহতদের স্মরণে দুই দিনের রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিন সোমবার সকাল ১০টায় ঢাকার আর্মি স্টেডিয়ামে শ্রদ্ধা নিবেদনের এই আনুষ্ঠানিকতা হয়। প্রধানমন্ত্রী পায়ে হেঁটে শ্রদ্ধা নিবেদন মঞ্চে গিয়ে ফুল দেন এবং কিছু সময় সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন।
ভুটান সফরত রাষ্ট্রপতি আবদুল হামিদের পক্ষ থেকে নিহতদের কফিনে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী আর্মি স্টেডিয়ামে উপস্থিত নিহতদের স্বজনদের সমবেদনা জানান।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন মন্ত্রী, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা। সেইসঙ্গে সাধারণ মানুষও গুলশান ট্রাজেডির ঘটনায় নিহতদের প্রতি তাদের শ্রদ্ধা জানানোর সুযোগ পাচ্ছে।
উল্লেখ্য গত শুক্রবার রাতে গুলশান হলি আর্টিসান রেস্টুরেন্টে হামলা চালায় একদল সন্ত্রাসী, যাতে দেশি বিদেশি নাগরিকসহ জিম্মি হন অন্তত ৩৩ জন ।
ঘটনার প্রায় ১২ ঘণ্টা পর শনিবার সকালে কমান্ডো অভিযান চালিয়ে ওই নেস্টুরেন্টের নিয়ন্ত্রণ নেয় নিরাপত্তা বাহিনির সদস্যরা। অভিযানে ১৩ জন জিম্মিকে জীবিত উদ্ধার করা হয়। পরে রেস্টুরেন্টে তল্লাশি চালিয়ে ২০ জনের মৃতদেহ উদ্ধারকরা হয়।
নিহতদের মধ্যে নয়জন ইতালি, সাতজন জাপান ও একজন ভারতের নাগরিক। বাকি তিনজন বাংলাদেশি, যাদের একজন বাংলাদেশি বংশোদ্ভুদ যুক্তরাষ্ট্রের নাগরিক।