
সময়ের কণ্ঠস্বর ডেস্ক – দেড় থেকে দুইশ নিখোঁজ বাংলাদেশি যুবক জঙ্গি সংঠন আল-কায়েদা বা ইসলামিক স্টেটের (আইএস) ‘শিকার’ হয়ে এখন মধ্যপ্রাচ্যে অবস্থান করছে , বলেছেন নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন ।
আজ সোমবার গুলশানে একটি শোক অনুষ্ঠানে সাবেক এ নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা জানি না আমাদের গ্রাম ও শহর থেকে কত সংখ্যক যুবক নিখোঁজ হয়েছে। তবে আমার ব্যক্তিগত ধারণা, এ সংখ্যাটা দেড় থেকে দুইশ। তাদের একটি বড় অংশই মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশে রয়েছে। এটা আমাদের জন্য খুবই উদ্বেগজনক।’
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছেন, ‘ধর্মের নামে বর্বরতার বিরুদ্ধে’ ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়ে আজ গুলশান সোসাইটি হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে এ শোক সভার আয়োজন করে। সোসাইটির সভাপতি এ টি এম শামসুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওমর সাদাত।