
ময়মনসিংহ প্রতিনিধি- ময়মনসিংহের বেলতলীতে যাত্রীবাহী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। এসময় অন্তত আরো ১৫ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার ভোর ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত ১৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেলতলী নামকস্থানে ময়মনসিংহগামী একটি পিকআপ ভ্যানকে পেছন থেকে একটি বাস ধাক্কা দেয়। এতে পিকআপটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই নারীসহ ৫ জন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।