সময়ের কণ্ঠস্বর-
বাংলাদেশের আকাশে কোথাও আরবি শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। আগামীকাল বুধবার পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। সেই হিসেবে আগামী ৭ জুলাই (বৃহস্পতিবার) পালিত হবে পবিত্র ঈদ-উল-ফিতর । বৃহস্পতিবার সকালে ঈদের নামাজ পড়বেন দেশের ধর্মপ্রান মুসল্লীরা । এরপরই দেশব্যাপী মুসলিম উম্মাহ ঈদ-উল-ফিতরের আনন্দ-উৎসব উদযাপনে মেতে ওঠবে এদিন ।
আজ মঙ্গলবার সন্ধ্যায় বাইতুল মুকাররামে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বাংলাদেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি বিধায় আগামী ৭ জুলাই (বৃহস্পতিবার)ঈদের ঘোষণা দেন।
এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের আরবদেশগুলোতে সোমবার শাওয়ালের চাঁদ না দেখায়, সে দেশগুলোতে ঈদ হচ্ছে আগামীকাল বুধবার।
রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত
বৃহস্পতিবার সকালে ঈদের নামাজ পড়বেন দেশের ধর্মপ্রান মুসল্লীরা । বায়তুল মোকাররমে ঈদের দিন সকাল ৭টা থেকে এক ঘণ্টা পর পর মোট পাঁচটি জামাত হবে ।
রাজধানীতে ঈদুল ফিতরের প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে, সকাল সাড়ে ৮টায়। সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান ইমামতি করবেন বলে ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রাষ্ট্রপতি আবদুল হামিদ, সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি পেশার মানুষ এ জামাতে অংশ নেবেন। পাশাপাশি বায়তুল মোকাররম জাতীয় মসজিদেও ঈদের পাঁচটি জামাত হবে।
আবহাওয়া প্রতিকূল হলে সকাল ৯টায় বায়তুল মোকাররমের জামাতই ঈদের প্রধান জামাত হবে বলে ধর্ম সচিব মো. আব্দুল জলিল গত ১৪ জুন সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের জানিয়েছিলেন।
নারীদের জন্য ঈদগাহে নামাজ পড়ার আলাদা ব্যবস্থা রাখা হবে। এছাড়া বিদেশি রাষ্টদূত ও কূটনৈতিকদের ঈদের নামাজের জন্য আলাদা জায়গা সংরক্ষণ করা হবে বলে সাংবাদিকদের জানান তিনি।
প্রতিবারের মতো এবারো দেশের বৃহত্তম ঈদ জামাত হবে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে। ঈদের দিন সকাল ১০টায় এই জামাত পরিচালনা করবেন মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ। এছাড়া বিশ্ব জাকের মঞ্জিল ও বনানী দরবার শরিফে সকাল সাড়ে ১০টায় জামাত হবে।