
সময়ের কণ্ঠস্বর ডেস্ক – হতাশা, দুর্দশাগ্রস্ত, জীবনবিমুখ এবং ধর্ম সম্পর্কে স্বল্প জ্ঞানসম্পন্ন তরুণ-তরুণীরাই আইএস, হিজবুত তাহরীর বা অন্য কোনো জঙ্গি সংগঠন মূল লক্ষ্য ।
সম্প্রতি নিউইয়র্ক টাইমস ইসলামী জঙ্গি সংগঠনগুলোর সদস্য বাড়ানোর কৌশল সম্পর্কে একটি নিবন্ধ প্রকাশ করে। সেখানে সংগঠনগুলোর কার্যক্রম পর্যালোচনা করে বলা হয়েছে- হতাশা, দুর্দশাগ্রস্ত, জীবনবিমুখ এবং ধর্ম সম্পর্কে স্বল্প জ্ঞানসম্পন্ন তরুণ-তরুণীরাই আইএসের মতো জঙ্গি সংগঠনগুলোর মূল লক্ষ্য।
নিরাপত্তা বিশ্লেষক সামরিক বাহিনীর সাবেক একজন কর্মকর্তা মেজর জেনারেল এম. মুনীরুজ্জামান তরুণদের উগ্রপন্থার দিকে ঝুঁকে পড়ার প্রবণতার
কারণে হিসেবে বলেছেন, তিনি সমাজের ভেতরে অস্থিরতা, অনিশ্চয়তা ও দেশের রাজনৈতিক অচলাবস্থাকে দায়ী করেছেন।
তিনি বলেন, তরুণরা তাদের সামনে কোনো রোল মডেল বা আদর্শ ব্যক্তিকে খুঁজে পাচ্ছে না।
“মুক্তভাবে মত প্রকাশের সুযোগও আগের চেয়ে সঙ্কুচিত হয়ে এসেছে। আইনের শাসনের অভাবের কারণে তাদের মধ্যে সৃষ্টি হচ্ছে হতাশার।”
তিনি বলেন, এই হতাশার জায়গাগুলোকে চিহ্নিত করেই রিক্রুটাররা তরুণদেরকে জঙ্গি দলে ভেড়ানোর চেষ্টা করে।
“রিক্রুটার তখন তাকে কাছে টেনে নিয়ে তার সেই হতাশার জায়গাগুলোতে কাজ করতে শুরু করে। আর তখনই ওই তরুণ জঙ্গিবাদের দিকে ঝুঁকে পড়ে,” বলেন তিনি।