জানা যায়, রিয়েলিটি শো ক্লোজআপ ওয়ানের প্রথম বছরের প্রতিযোগিতা ২০০৮ সালে অনুষ্ঠিত হয়। ওই বছর তাহমিদ রহমান শাফি নামের এক তরুণ শীর্ষ বাছাইয়ে ছিলেন। ২০০৮ সালের ১৯ আগস্ট প্রকাশিত তার গাওয়া সোলসের জনপ্রিয় ‘মন শুধু মন ছুয়েছে’ গানটির ভিডিও এখন ফেসবুকে ঘুরছে।
অনেকেই দাবি করেছেন, এ শিল্পীকেই আইএসের ভিডিওতে দেখা গেছে।
রাতুল মাহমুদ নামের একজন লিখেছেন, ভিডিওতে প্রথমেই যে স্বাস্থ্যবান ছেলেটা কথা বলছিল, সে রিয়েলিটি শো ক্লোজআপ ওয়ানের টপ লিস্টে ছিল।
শাফির বন্ধুদের বরাত দিয়ে তিনি জানিয়েছেন, তার বাবা সাবেক নির্বাচন কমিশনার সফিউর রহমান, যিনি ছিলেন আওয়ামী লীগ নেতা ও ৯৬ সালের জনতার মঞ্চের নেতা।
শাফি গভঃ ল্যাবরেটরি স্কুল থেকে ২০০০ সালে এসএসসি পরীক্ষা দিয়েছিল বলে জানিয়েছেন রাতুল। এছাড়া খুব সম্ভবত গ্রামীণফোনে কাজ করতেন বলেও জানিয়েছেন।