
এস আই মুকুল, ভোলা প্রতিনিধিঃ ভোলার ৭ উপজেলার প্রায় ১০ হাজার পরিবার আজ ঈদের নামাজ পড়েছে। মক্কা-মদিনার সাতে মিল রেখে একদিন আগে আজ বুধবার তারা ঈদুল ফিলুল উদযাপন করেছে। বৃষ্টির কারনে সকাল সাড়ে ১০ বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের পঞ্চায়েত বাড়ি, মজনু মিয়া, আমিন মিয়া চৌকিদার বাড়ির সামনে জামে মসজিদে ভোলার বৃহৎতম নামাজ অনুষ্ঠিত হয়। এখানে প্রায় সাড়ে ৫ হাজার মুসল্লি নামাজে অংশগ্রহণ করেন।
এছাড়াও পর্যাক্রমে ভোলার ৭ উপজেলার বিভিন্ন মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ঈমাম-মোয়াজ্জেম মো. মজনু মিয়া সময়ের কণ্ঠস্বরকে জানান, প্রতি বছরের মত এবারও আমরা সৌদি-আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতুল উদযাপন করেছি।
এদিকে, ঈদের নামাজ শেষে তারা একে অপরের সাথে কোলা-কুলি করেন। এছাড়াও নামাজ শেষে ভোলার ৭ উপজেলার ওই এলাকাগুলোতে ঈদ উপলক্ষে মেলা বসে।