
আন্তর্জাতিক ডেস্কঃ
সিরিয়ার সেনাবাহিনী আজ (বুধবার) এক তরফা ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছে। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে গোটা সিরিয়ায় এ যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।
সিরিয় সেনাবাহিনীর জেনারেল কমান্ড বলেছে, বুধবার স্থানীয় সময় রাত ১টা থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হবে। ৮ জুলাই মধ্যরাত পর্যন্ত এটি কার্যকর থাকবে।
রাজধানী দামেস্কের কাছাকাছি দোমা জেলার কৌশলগত গুরুত্বপূর্ণ মায়েদা গ্রাম দায়েশ মুক্ত করার পরই এ যুদ্ধবিরতির ঘোষণা দেয়া হলো। লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ’র সমর্থনপুষ্ট সিরিয়ার সরকারি বাহিনী মায়েদা’কে মুক্ত করেছে।