
কিশোরগঞ্জ প্রতিনিধি –
গুলশান হামলার রেশ না কাটতেই ঈদের সকালে দেশের সবচেয়ে বড় ঈদ জামাত কিশোরগঞ্জের শোলাকিয়ায় মাঠের কাছে হাতবোমা বিস্ফোরণে আহত হয়েছেন পুলিশসহ কমপক্ষে ১০ জন । ঈদগাহ ময়দানের পাশে টহলরত পুলিশের ওপর বোমা হামলা হয়।
বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে কিশোরগঞ্জ সদর উপজেলার আজিমুদ্দিন হাইস্কুলের পাশে পুলিশের সঙ্গে দুর্বৃত্তদের দিকে গুলি বিনিময় শুরু হয়ে সকাল পৌনে দশটা পর্যন্ত গুলি বিনিময় চলেছে বলে জানা গেছে । এতে এক পুলিশ সদস্য নিহত ও পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
কিশোরগঞ্জের সহকারী পুলিশ সুপার (সদরদপ্তর ) ওবায়দুল হাসান জানিয়েছেন, প্রায় আধাঘন্টা হামলাকারীদের সঙ্গে পুলিশের গোলাগুলি চলে । এঘটনায় ১ পুলিশ নিহত এবং পুলিশসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরো বেশি হতে পারে বলে মনে করা হচ্ছে।
সকাল সোয়া ১০টায় এখানে ঈদের জামায়াত হওয়ার কথা থাকলেও উৎকণ্ঠা আর ভয় মাথায় নিয়ে দেশের সবচেয়ে বড় ঈদ জামাত কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে দশটার পরে ।
নামাজের ইমামতি করেন স্থানীয় জামিয়া ইমদাদিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা শোয়াইব।