
শাহরিয়ার মিম,রংপুর প্রতিনিধি:
ঈদ-উল-ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় কালেক্টরেট মাঠে অনুষ্ঠিত হয়।এসময় রংপুরের সাধারন জনগনের সাথে ঈদের নামাজ পড়েন রংপুরের জেলা প্রশাসক রাহাত আনোয়ার এবং রংপুর সিটি কর্পোরেশনের মেয়র সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু।
এছাড়া পুলিশ লাইন্স মাঠে সকাল পৌনে ৮ টায়, মুন্সিপাড়া ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায়, কেরামতিয়া জামে মসজিদে ঈদের প্রথম জামাত সকাল ৯টায় ও দ্বিতীয় জামাত ১০ টায়, মন্ডল পাড়া বড় ঈদগাহ ও দামোদরপুর বড় ময়দানে সাড়ে ৯টায়, রংপুর মেডিকেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে সকাল সাড়ে ৮ টায়, ধাপ স্টাফ কোয়াটার জামে মসজিদ মাঠ এবং বুড়িরহাট কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৯টায়, কেদেরের পুল সংলগ্ন ঈদ গা মাঠে আহলে হাদিস জামায়াতের ঈদের নামাজ সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হয়।
রংপুর সিটি কর্পোরেশন ছাড়াও বদরগঞ্জ চান্দামাড়ি কারামতিয়া ঈদগাহে সকাল ১০টায়, পীরগাছা জেএন উচ্চ বিদ্যালয় মাঠ, কাউনিয়া কেন্দ্রীয় ঈদগাহ, মিঠাপুকুর কেন্দ্রীয় ঈদগাহ, তারাগঞ্জ চৌপথি ঈদগাহ, পীরগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ, বদরগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ, গঙ্গাচড়ার পাইকান বড় জুম্মা মসজিদ মাঠ ও সদর উপজেলা পরিষদ ঈদগাহ মাঠে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।রংপুর ঈদ-উল-ফিতরের নামাজের সময় প্রতিটি ঈদগায়ে নামাজের আগে ও পরে নামজের ইমাম জঙ্গীবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান।ঈদের নামাজ শেষে উৎসব মুখর পরিবেশে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করে।