
সাতক্ষীরা প্রতিনিধি- কাটার মাস্টার খ্যাত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার মুস্তাফিজুর রহমানের চাচাতো ভাই বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছেন। বৃহস্পতিবার ঈদের দিন সকাল ৭টার দিকে মোতাহার হোসেন (২৮) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হন। তিনি মোস্তাফিজের চাচা মৃত মোমিন গাজীর ছেলে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লস্কার জায়েদুল হক জানান, সকালে বাড়ির ছাদে পানির পাম্পের বিদ্যুৎ লাইন ঠিক করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন মোতাহার। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম এই পেসারের ঈদের নামাজের পর পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব, শিশু-কিশোর, ভক্তসহ বিভিন্ন বয়সী মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার কথা থাকলেও চাচাতো ভাইয়ের মৃত্যুতে সেটি হয়নি।