
আন্তর্জাতিক ডেস্ক – মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বেশ কিছু ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ওই ছবিগুলো ফক্স নিউজের তোলা। ছবিগুলো এর আগে কেউ দেখেনি। খবর এক্সপ্রেসের।
গণমাধ্যমের ওই ছ বিতে তরুণ ওবামাকে দেখা গেছে। এই ছবিগুলো নিয়ে এত আলোচনা করার একটা কারণ অবশ্য আছে। সব সময় প্রেসিডেন্ট ওবামাকে যে পোশাকে দেখা যায় তার চেয়ে একেবারে ভিন্ন পোশাকে দেখা গেছে তাকে। ছবিতে তরুণ বয়সের ওবামা মুসলিম পোশাকে ছিলেন।
ওবামার গায়ে ছিল কাজ করা বাদামী রংয়ের পাঞ্জাবী এবং মাথায় ছিল সাদা রংয়ের টুপি। এই পোশাকে ওবামাকে একেবারেই চেনা যাচ্ছিল না।