
সময়ের কণ্ঠস্বর ডেস্ক – এতদিন শুধু মাদ্রাসা গুলো জঙ্গি তৈরির কারখানা , এখন জঙ্গিরা তৈরী হচ্ছে কথিত সেকুলার বিশ্ববিদ্যালয়েও ।যাদের বেশীর ভাগের স্কুল জীবন কেটেছে আবার ইংরেজি মাধ্যমে । গুলশানের পাচ জঙ্গির মধ্যেই চার জনেই উচ্চ শিক্ষায় শিক্ষিত। সমাজের উঁচু তলার । সর্বশেষ জানা যাচ্ছে
কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলায় নিহত এক জঙ্গির পরিচয় । তার নাম আবির হোসেন। তিনি বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
আবিরের পরিচিতজনরা গণমাধ্যমে প্রকাশিত ছবি ও প্রচারকৃত ভিডিওতে তার ছবি দেখে তাকে সনাক্ত করেন।
ঢাকার বসুন্ধরা আবাসিক এলকার বাসিন্দা আবির ২০১০ সালে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল থেকে এ লেভেল পাশ করেন। এরপর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ছিলেন তিনি।
এনিয়ে সোশ্যাল মিডিয়া ঝড় উঠেছে। অনেকে বলছেন, এতোদিন সিনেমায়, নাটকে, সরকারী-বেসরকারি গণমাধ্যমে প্রচার করা হচ্ছে, জঙ্গি তৈরির কারখানা হচ্ছে, মাদ্রাসা গুলো । এখন দেখা যাচ্ছে শুধু মাদ্রাসা নয় জঙ্গিরা আসছে উচ্চ বিত্ত ও নামী দামি বিশ্ববিদ্যালয় থেকে ।অনেকে বলছেন নর্থ সাউথ কোন টাইপের মাদ্রাসা? আলিয়া নাকি কাওমী? প্রশ্ন উঠেছে মূল গলদটা কোথায় ?