
আন্তর্জাতিক ডেস্ক – ভারতে বলা যায় ইতিহাস গড়ে এই প্রথম মসজিদে গিয়ে পুরুষদের পাশাপাশি নামাজ পড়লেন মুসলিম নারীরা। ঈদের দিন নারীদের নামাজ পড়ার জন্য খুলে দেওয়া হল ভারতের লখনোর আয়েশবাগ ঈদগাহ। যেখানে গিয়ে পুরুষদের সঙ্গে একসঙ্গে নামাজ আদায় করলেন মহিলারা।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, ঈদের সকালে লখনোর আয়েশবাগ ঈদগাহে পুরুষ ও নারীদের জন্য পৃথক বসার ব্যবস্থা করা হয়েছিলো। যেখানে বসেই নামাজ পড়েন নারীরা। লখনোর আয়েশবাগ ঈদগাহের ইমাম মৌলানা খালিদ রশিদ ফারানি মাহলি জানিয়েছেন, ঈদগাহের ‘তাইয়াব হল’-এ নারীদের জন্য নামাজ আদায়ের আলাদা ব্যবস্থা করা হয়েছিলো। বৃহস্পতিবার সকালে প্রায় ৫০০ জন নারী ওই ঈদগাহে উপস্থিত থেকে ঈদের নামাজ পড়েন। পুরুষদের সঙ্গেই নামাজ পড়েন তাঁরা।
ভারতে যখন মন্দিরে মহিলাদের প্রবেশাধিকার নিয়ে নানা মহলে বিতর্কের ঝড় উঠেছে, ঠিক সেই সময়ে ঈদগাহে নারীদের জন্য নামাজ আদায়ের ব্যবস্থা করে এক নজির গড়লো লখনোর আয়েশবাগ ঈদগাহ। এদিন ঈদগাহে গিয়ে পুরুষদের সঙ্গে নারীদের এই নামাজকে স্বাগত জানিয়েছেন ভারতীয় মুসলিম মহিলা আন্দোলনের প্রতিষ্ঠাতা জাকিয়া সোমান।