
পাবনা প্রতিনিধি,আব্দুল লতিফ রঞ্জু
পাবনার চাটমোহরে নবীর হোসেন ওরফে নবাই (৪২) নামের রেলওয়ের এক শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করেছে দূর্বৃত্তরা। শুক্রবার রাত দশটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নবীর হোসেন ওরফে নবাই উপজেলার মুলগ্রামের মৃত মনছের আলীর ছেলে। তিনি পেশায় চাটমোহরে রেলওয়ে স্টেশনে কুলির কাজ করতেন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার সময়ের কণ্ঠস্বরকে জানান, উপজেলার মুলগ্রাম ইউনিয়নের জগতলা রেললাইনের পাশে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রাত ১১টার দিকে লাশটি উদ্ধার করে।
নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রাঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা তাকে ছুরিকাঘাতে হত্যা করে লাশ রেললাইনের পাশে ফেলে রেখে গেছে দূর্বৃত্তরা। তবে কারা কি কারণে তাকে হত্যা করেছে তাৎক্ষনিকভাবে সেটা জানা যায়নি।
ওসি সুব্রত সরকার আরও জানান, বিষয়টি যেহেতু রেলওয়ের মধ্যে পড়েছে। সেহেতু জিআরপি পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। তাদের জানানো হয়েছে। জিআরপি পুলিশ ঘটনাস্থলে আসার পর তাদের হাতে মরদেহ বুঝিয়ে দেয়া হবে।