
স্টাফ রিপোর্টার, সময়ের কণ্ঠস্বর-
অবশেষে নানা জল্পনা কল্পনার পর ডা. জাকির নায়েকের পিচ টিভির সম্প্রচার বন্ধে কেবল অপারেটরদের নির্দেশ দিতে যাচ্ছে বাংলাদেশ ।
”গুলশান হামলায় অংশগ্রহনকারী নিহত দুই শীর্ষ জঙ্গী ভারতের ইসলামী নেতা ড. জাকির নায়েককে অনুসরন করতেন” এমন শিরোনামে বাংলাদেশের একটি শীর্ষ ইংরেজি দৈনিকে সংবাদ প্রকাশের পর নড়ে চড়ে বসে ভারত।
গত কদিন ধরে চলে আসা নানা আলোচনার পর ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ও পিস টিভির প্রতিষ্ঠাতা জাকির নায়েককে গ্রেফতারের দাবি তুলেন ভারতের উত্তর প্রদেশের মুসলমান নেতারা। এরপরেই শনিবার ভারত সরকার তাদের দাবীর সাথে ‘একাত্মতা রেখে’ খুব দ্রুত নেয়া সরকারী সিদ্ধান্তে বন্ধের নির্দেশ দেয় পিস টিভির সম্প্রচার । দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ নির্দেশ দেয়।
আজ শনিবার একটি সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বাংলাদেশে পিচ টিভির সম্প্রচার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার ইঙ্গিত দিয়ে জানিয়েছেন, “আগামীকাল (মন্ত্রণালয়ের) অফিস খুলবে। এরপর আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব।”
এদিকে,জাকির নায়েকের বক্তব্যকে ‘বিতর্কিত’ উল্লেখ করে তার বক্তব্য প্রচারকারী পিস টিভির সম্প্রচার বন্ধে সরকারের নির্দেশনার অপেক্ষায় থাকার কথা জানিয়েছেন ঢাকার কয়েকজন কেবল অপারেটর।
গুলশান হামলার পরই পিস টিভির সম্প্রচার নিয়ে নতুন করে ভাবার কথা জানিয়েছেন বাংলাদেশ কেবল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মীর হোসেন আখতার।
তিনি জনান, “আমি নিজেও আগে ওই চ্যানেলটি মাঝে মধ্যে দেখতাম। তবে গুলশানের ঘটনা ঘটার পর বুঝলাম যে- আমি যেভাবে এই চ্যানেল দেখতাম, অনেকেই সেভাবে দেখেন না।
“আমরা পুরো দেশেই চ্যানেলটি বন্ধ করে দিতে চাচ্ছি। তবে সরকারের কোনো নির্দেশনা না থাকায় এই মুহূর্তে তা সম্ভব হচ্ছে না।”